Bangla News | bangla across the county Bangla News | bangla across the county
`

রাজনীতি

স্কুল না খুললে এ বছর প্রাথমিকে পরীক্ষা হবে না : প্রাথমিক ও গণশিক্ষা সিনিয়র সচিব

2020-09-06 17:18:00

ঢাকা, সেপ্টেম্বর, ২০২০  : করোনাভাইরাসের কারণে স্কুল খোলা না গেলে বছর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন
তবে অক্টোবর বা নভেম্বরে যদি বিদ্যালয় খোলে, তাহলে মূল্যায়নের জন্য দুই ধরনের চিন্তা আছে বলে জানিয়েছেন তিনি
আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান
সিনিয়র সচিব বলেন, শিশুদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেটা দেখে তারা এগোচ্ছেন। অক্টোবর নভেম্বর মাথায় নিয়ে দুটি পরিকল্পনা আছে
তিনি বলেন, ‘যদি অক্টোবরে বিদ্যালয় খোলে, তাহলে এক ধরনের চিন্তা। যদি নভেম্বরে খোলে তাহলে মূল্যায়নের জন্য আরেক ধরনের চিন্তা আছে। আর যদি বিদ্যালয় না খোলা যায়, তাহলে অবশ্যই পরীক্ষা হবে না।
আজকের সংবাদ সম্মেলনে সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের তথ্য কর্মসূচি জানানো হয়
এরআগে সাক্ষরতা দিবসের তথ্য তুলে ধরেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি জানান, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৪ দশমিক শতাংশ। যা ২০০৫ সালে ছিল ৫৩ দশমিক শতাংশ।সূত্রঃবাসস

Sixth Row

2018-10-04

Sixth Row

2018-10-06

Featured News