Bangla News | bangla across the county Bangla News | bangla across the county
`

রাজনীতি

বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হোন্ডা এখন তৈরি হচ্ছে বাংলাদেশে।

2017-09-22 01:31:07

ঢাকা, সেপ্টেম্বর ২০২০: বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হোন্ডা এখন তৈরি হচ্ছে বাংলাদেশে জাপানের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডা মোটর করপোরেশন বাংলাদেশে বিনিয়োগ করেছে ঢাকার পাশে মুন্সীগঞ্জে গড়ে উঠেছে এ কারখানাটি ২০১৭ সাল থেকে কারখানা স্থাপনের প্রক্রিয়া শুরু করে কোম্পানিটি প্রতিষ্ঠানটি মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রতিষ্ঠিত আবদুল মোনেম ইকোনমিক জোনে জমি ইজারা নিয়েছে হোন্ডার সঙ্গে কারখানা স্থাপনে যৌথ বিনিয়োগ রয়েছে বাংলাদেশি কোম্পানি বিএসইসির এতে সংযোজনের পাশাপাশি উৎপাদনও করা শুরু করেছে ২০১৭ সালেন ৬ নভেম্বর এটির নির্মাণ কাজের উদ্বোধন করেন তৎকালীন শিল্পমন্ত্রী আমির হোসেনউপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইরোয়াসু ইজুমি, হোন্ডা মোটর কোম্পানি লি: এর রিজিওনাল অপারেশন (এশিয়া ওশেনিয়া) এর প্রধান কর্মকর্তা সিনজি আয়োয়ামা হোন্ডা কারখানায় ২০১৮ সালে উৎপাদন শুরু করে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছর তারা লাখ মোটরসাইকেল উৎপাদন করবে পঞ্চম বছরে উৎপাদনের পরিমাণ লাখ ইউনিটে উন্নীত করতে চায় তারা শুরুতে নতুন কারখানায় প্রায় ৩০০ লোকের কর্মসংস্থান হবে পরে সংখ্যা দাঁড়াবে ৫০০ জনেপ্রধানমন্ত্রী ঘোষিতরূপকল্প ২০২১রূপকল্প ২০৪১বাস্তবায়নে শিল্পখাতের উন্নতির কোনো বিকল্প নেই বর্তমানে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বিদেশিদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করছে শিল্পনীতি সংশোধন করা হয়েছে মুক্তিযুদ্ধের পর থেকে অকৃত্রিম বন্ধু হিসেবে আমাদের পাশে রয়েছে জাপান জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) তথ্য অনুযায়ী, বাংলাদেশ এখন পর্যন্ত ২৪৫টি জাপানি কোম্পানি বিনিয়োগ করেছে জাপানিদের বেশির ভাগ বিনিয়োগ এসেছে টেলিযোগাযোগ, সার, তৈরি পোশাক, বিদ্যুৎ রাসায়নিক খাতে এসব বেশ ভালো ব্যবসা করছে বলেও তথ্য উঠে এসেছে জেট্রোর সাম্প্রতিক এক জরিপে এতে বলা হয়, বাংলাদেশে কর্মরত ৬৭ শতাংশ জাপানি কোম্পানি ধারণা করে বছর তাদের মুনাফা পরিস্থিতির উন্নতি হবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ১৯টি দেশের মধ্যে বাংলাদেশ ক্ষেত্রে শীর্ষে আছে হোন্ডা বাংলাদেশে মোটরসাইকেল উৎপাদনে সফল হোন্ডা মোটর করপোরেশন বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি মোটরসাইকেল ছাড়াও গাড়ি, রোবট, বিদ্যুৎ জ্বালানি খাতের যন্ত্র এবং উড়োজাহাজ পণ্য উৎপাদন করে কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিগত ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে ( এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর) তারা ৬৬ লাখ ৯১ হাজার ইউনিট মোটরসাইকেল উৎপাদন করে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি দেশে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি খুলে ২০১৩ সালে প্রতিষ্ঠানটি গাজীপুরে একটি মোটরসাইকেল সংযোজন কারখানা করে এতে ৩০ শতাংশ মালিকানা ছিল রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ইস্পাত প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নতুন প্রকল্পেও একই হারে অংশীদারত্ব থাকছে বিএসইসির বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে হোন্ডা একটি পরিচিত নাম দেশে অনেকে এখনো মোটরসাইকেলকে হোন্ডা নামে ডাকে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নতুন কারখানায় হোন্ডা তাদের উৎপাদনের পরিমাণ বাড়াবে এতে মোটরসাইকেলের বিভিন্ন অংশ উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের এতে দেশে মূল্য সংযোজন বাড়বে এবং মোটরসাইকেলের দাম কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরাহোন্ডা তাদের নতুন কারখানায় প্রায় কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকামোটরসাইকেল উৎপাদনে শুধু হোন্ডা নয়, বাজাজ, টিভিএস, হিরোসহ প্রায় ৭টি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের প্রক্রিয়ায় আছে বলে জানা যায়

Sixth Row

2018-10-04

Sixth Row

2018-10-06

Featured News